avertisements 2

বাসের বক্সের ভেতর ১৮ ছাগলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,শনিবার,২০২২ | আপডেট: ১১:০৮ পিএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

Text

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় অতিরিক্ত গরমে ১৮টি ছাগলের মৃত্যু হয়েছে। বাসের বক্সের ভেতরে করে ছাগলগুলো নেওয়া হচ্ছিল রাজধানীর কোরবানির পশুর হাটে। পরে মৃত ছাগলগুলো পাইকার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের পাশে ফেলে যান।

শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে ওই সড়কে মৃত অবস্থায় ছাগলগুলো দেখতে পান স্থানীয়রা। বাসের বক্সের ভেতর প্রচণ্ড গরমের কারণে ছাগলগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস যানজটের কারণে ধীরগতিতে ঢাকার দিকে যাচ্ছিলো। হঠাৎ বাসটি বাইপাইল এলাকার আমেরিকা প্লাজার সামনে এসে দাঁড়ায়। বাস থেকে কয়েকজন লোক নেমে বক্সের ভেতর থেকে মৃত অবস্থায় ১৮টি ছাগল বের করেন। এসময় ছাগলগুলোর মালিক কান্নায় ভেঙে পড়েন।

মালিক বলছেন, কোরবানির পশুর হাটে বিক্রির জন্য বাসের বক্সে করে ২০টি ছাগল ঢাকায় নেওয়া হচ্ছিল। ১৮টি ছাগল মারা গেছে। দুটি কোনোরকম বেঁচে আছে। সেগুলোকে পানি পান করিয়ে বাসের ভেতরে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

পাবনা থেকে এই ছাগলগুলো বিক্রির উদ্দেশে ঢাকায় আনা হচ্ছিল। শ্বাসরোধ ও অতিরিক্ত গরমের কারণে পথে ছাগলগুলো মারা যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2