পরিবারের সঙ্গে ঈদ করা হলো না নাহিদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুলাই,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৫৮ এএম, ১৮ আগস্ট,সোমবার,২০২৫

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে নাহিদ ফেরদাউস (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে ঈদ করা হলো না নাহিদের
বুধবার (৬ জুলাই) রাত ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ ফেরদাউস খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে।
জানা গেছে, নাহিদ ঢাকায় একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন। ছুটিতে পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছিলেন তিনি।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে খুলনায় বাড়ির উদ্দেশে রওনা হন নাহিদ নামে ওই যুবক।
পরে রাতে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালক নাহিদের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।