স্বামী খোঁজ নেয় না, অভাবের তাড়নায় সন্তানকে হত্যা করলেন মা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ জুলাই,
বুধবার,২০২২ | আপডেট: ১২:০২ পিএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
নিজের আড়াই বছরের মেয়েকে গলা টিপে হত্যা করেছেন এক মা। স্বামী খোঁজ না, সন্তানকে ঠিক মতো খাবার তুলে দিতে না পারায় গলা টিপে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৪ জুলাই) নারায়ণগঞ্জের ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকায় রাজা মিয়ার ইটভাটায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মায়ের নাম সারমিন আক্তার (২২)। শিশুটির মরদেহ উদ্ধারের পর তার মাকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২০১৯ সালে ফতুল্লার পাগলা এলাকায় শাকিলের সঙ্গে তার বিয়ে হয় সারমিনের। এরপর তাদের সংসারে জান্নাতুল নামে একটি মেয়ের জন্ম হয়। শিশুটির বয়স যখন ৬ মাস তখন শাকিল অন্যত্রে বিয়ে করেন। শাকিল আর তাদের খোঁজ খবর নিতেন না।
অভিযুক্ত সারমিন আক্তার জানান, মেয়েকে নিয়ে বেশ ঝামেলায় ছিলাম। বাবা-মাও কথায় কথায় গালাগালি করেন। বায়না করলে রাগারাগি করেন। ওকে খেতে দেয় না। শিশুটি ক্ষুধার জন্য অনেক যন্ত্রণা করতো।
তিনি নিজেই বলেন, সোমবার সকালে রেগে গিয়ে সন্তানের গলা টিপে ধরেন তিনি। এসময় শিশুটি নড়াচড়া না করলে তাকে নিয়ে তিনি প্রথমে তার বাবা-মায়ের বাসায় চলে যান। তখন সারমিন তার মাকে নিয়ে স্থানীয় একটি ফার্মেসিতে যান। পরে ফার্মেসির লোকজন শিশুটিকে নিয়ে হাসপাতালে যেতে বলেন। এরপর শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, হাসপাতাল থেকে শিশুটির মরদের উদ্ধার করা হয়েছে। সেখান থেকেই তার মা সারমিনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে শিশুটিকে তার মা হত্যা করেছে।