মহানবী (সা.)-কে কটূক্তি, কলেজছাত্রীর বিচার দাবিতে বাগেরহাটে বিক্ষোভ ও থানা ঘেরাও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৩৯ পিএম, ২৯ ডিসেম্বর,রবিবার,২০২৪
বাগেরহাটের চিতলমারীতে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) কে কটূক্তি করায় মোবাইল ফোনসহ রনিত বালা রনি (১৮) নামে এক কলেজছাত্রীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থী চিতলমারী শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
সোমবার (২০ জুন) দুপুরে উপজেলার চরডাকাতিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মোবাইল ফোনসহ পুলিশ তাকে আটক করে।
পুলিশের উপ-পরিদর্শক মিডিয়া সেলের প্রধান মোহাম্মদ আশরাফুল আলম জানান, কয়েকদিন আগে তার "Ronit Bala roni" নামক ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয় এবং ভিডিও ভাইরাল করে। খবর পেয়ে পুলিশ রনিত বালার বাড়িতে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সে জানায় উক্ত আইডি হ্যাক করে অন্য কেউ এ ধরণের পোস্ট দিতে পারে। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনসহ রনিত বালাকে পুলিশ আটক করে নিয়ে আসে।
উক্ত পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর দুপুরে চিতলমারী থানার সামনে তার সঠিক বিচারের দাবিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ একত্রিত হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে থানা অভ্যন্তরে রক্ষিত অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন ও অর্থ) গাড়ি ও থানার পিকআপসহ কয়েকটি মোটরসাইকেল আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় ১২ জন পুলিশ আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে তাদের গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ৮ জন আহত হয় এবং ১২ জনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।