কাফনের কাপড়ে মোড়ানো মরদেহ ভাসছে বন্যার পানিতে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৭:১৭ পিএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

সুনামগঞ্জের বন্যার পানিতে লাশ ভাসছে। গতকাল রবিবার বিকেলে পৌর এলাকা ইকড়ছই বৈইঠারটেক নামক স্থানে এ দৃশ্য দেখা গেছে। মরদেহটি সাদা কাফনের কাপড়ে মোড়ানো।স্থানীয়রা জানান, সকাল থেকে সাদা কাফনের কাপড়ে মোড়ানো মরদেহটি বন্যার পানিতে ভাসছে।
গত তিনদিন ধরে জগন্নাথপুরে ভয়াবহ বন্যা বিরাজ করছে। চারিদিক পানি থই থই করছে। ধারণা করা হচ্ছে, কবর দেওয়ার স্থান না পেয়ে হয়তো স্বজনরা পানিতে ভাসিয়ে দিয়েছেন লাশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আব্দুল গফুর জানান, সকাল থেকে লাশটি ভাসতে দেখা গেছে। এখনও ভাসছে। দাফনের কোনো জায়গা না পেয়ে হয়তো পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
আরেক প্রত্যক্ষদর্শী সমাজকর্মী পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর জানান, কাফনের কাপড়ে মোড়ানো রয়েছে লাশটি। মনে হচ্ছে, কবর দেওয়ার মাটি না পেয়ে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে।গত শুক্রবার থেকে জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। উপজেলার ৪ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।