প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি থেকে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জুন,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ এএম, ২৮ ডিসেম্বর,শনিবার,২০২৪
মো. জামাল উদ্দিন ভুইয়া (৪০)। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালযের নৈশপ্রহরী কাম দপ্তরি। তবে একটি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অভিভাবকদের ভোটে সদস্য নির্বাচিত হয়েছেন। এমন ঘটনা ঘটেছে আজ রবিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ে। তাঁর এই জয়ে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সমিতির পক্ষ থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়ে পোস্ট দিয়েছেন।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার চন্ডীপাশা ইউনিয়নে অবস্থিত ওই বিদ্যালয়। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ওই উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে একই নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি পদে চাকরি করেন মো. জামাল উদ্দিন ভুইয়া। তিনিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। রবিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে চারজনের মধ্যে জামাল উদ্দিন ভুইয়া ৪২৫ ভোটের মধ্যে ২৮২ ভোট পেয়ে চতুর্থ হন।
জামাল উদ্দিন ভুইয়া বলেন, আল্লার রহমত আমার প্যানেল পাস করেছে। নিজেদের জায়গা জমিতেই এই স্কুল। এতদিন বাইরে থেকে অভিভাবকদের সেবা করেছি। এবার ভেতরে থেকে প্রয়োজনীয় সেবা করতে পারব। প্রাথমিক বিদ্যালয়ের একজন দপ্তরি হয়ে উচ্চ বিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য হওয়াটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, এটা আমার সাংবিধানিক অধিকার। ওইখানেও (প্রাথমিক বিদ্যালয়) সেবা দিচ্ছি এখানেও সেবাই দেব। এটা দোষের কিছু না। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকি বলেন, নির্বাচন করতে বাধা নেই তবে এই পদে থেকে না করাই ভালো ছিল।