মধুখালীতে বিয়ের ৫ দিন পর তরুণীর মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৭:১৬ পিএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪
পারিবারিক ও থানা সুত্রে জানা গেছে, উপজেলার কোরকদি ইউনিয়নের খোদা বাশপুর গ্রামের জিল্লুর রহমান মোল্যার ৮ম শ্রেণী পড়ুয়া কন্যা তন্নী খাতুন (১৪)। একই ইউনিয়নের পাশের গ্রামের মোল্যাডাংঙ্গী গ্রামের আফসার শেখের ছেলে সাব্বরি শেখ ৬ জুন তাকে অপহরণ করে নিয়ে যায়। তন্নী খাতুনকে সাব্বীর হত্যা করেছে বলে তার পরিবারের দাবি।
অপর দিকে সাব্বিরের পরিবারের দাবি, সাব্বির ও তিন্নী ৪ মাস আগে বিয়ে করেছে। সর্বশেষ বাড়ীতে মৌলভী ডেকে বিয়ে পড়ানো হয়েছে। তন্নীকে হত্যা করা হয়নি বলে জানান তারা। সে আত্মহত্যা করেছে বলে তাদের দাবি।
তবে প্রেম করে বিয়ের ৫ দিন অতিবাহিত না হতেই লাশ হতে হলো তিন্নীকে। ১০ জুন গভীর রাতে মধুখালী থানা পুলিশ তন্নীর লাশ উদ্ধার করে।
তন্নীকে হত্যা না আত্মহত্যা এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম কাছে জানতে চাইতে তিনি জানান, এখনও স্পষ্ট করে বলা মুশকিল। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তাকে মৃত অবস্থায় শয়ন খাটে পেয়েছি।