avertisements 2

বিজ্ঞাপনের  প্রলোভনে পড়ে ৭২ লাখ টাকা খোয়ালেন বীর মুক্তিযোদ্ধা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:০২ এএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

পত্রিকায় বিজ্ঞাপন দেখে প্রলোভনে পড়ে নিজের ৭২ লাখ টাকা খুইয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মো. ইদ্রিস আলী মিয়া (৬৭)।

এ ঘটনায় বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এলআইসি শাখা। গ্রেপ্তাররা হলেন- জহিরুল ইসলাম বিপু (৪২), গোলাম মাওলা (৪৫) ও এবায়েদ উল্ল্যা (৪২)।

বৃহস্পতিবার (৯ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

জানা গেছে, রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগীয় শহরের বাণিজ্যিক এলাকায় বহুতল ভবনে স্বল্প সময়ের জন্য অফিস ভাড়া নিতো চক্রটি। এরপর ‘রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগীয় শহরে চিকিৎসা ভাতা ও ট্রান্সপোর্ট সুবিধাসহ আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়া হবে’ জনপ্রিয় দৈনিক পত্রিকায় এ রকম বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া হতো। ইন্টারভিউয়ের মাধ্যমে উচ্চ বেতনে শর্তসাপেক্ষে প্রর্থীদের নিয়োগ দিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করা হতো। কিছুদিন অতিবাহিত হলে ওই কোম্পানির অংশীদার করার প্রলোভনে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভাড়া করা অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যেতো চক্রটি।

মুক্তা ধর বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে এই প্রতারক চক্রের নেটওয়ার্ক। চাকরিপ্রার্থীদের লোভনীয় বিজ্ঞাপন দেখিয়ে তাদের সুসজ্জিত অফিসে ডেকে নিয়ে প্রতারণার ফাঁদে ফেলতো তারা। এ ক্ষেত্রে প্রতারক চক্রটি ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের সদ্য অবসরপ্রাপ্ত পুরুষ ও নারীদের টার্গেট করতো।

তিনি বলেন, ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে চাপাচাপি করলে তাদের টাকা ফেরত দেওয়ার মিথ্যা আশ্বাস হিসেবে চেক দেওয়া হতো। চেক ডিজঅনার হওয়ার পর ভুক্তভোগীদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে লাপাত্তা হয়ে যেতো তারা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আরও বলেন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়ার অভিযোগের ভিত্তিতে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী পত্রিকায় বিজ্ঞাপন দেখে কোম্পানির অংশীদার হওয়ার প্রলোভনে পড়ে নিজের ৭২ লাখ টাকা খুইয়েছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2