avertisements 2

দুই যুবককে মাথা ন্যাড়া করে আলকাতরা, অপমান সইতে না পেরে আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৫:৪৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিয়েবাড়িতে তরুণীর সঙ্গে কথা বলায় সালিস বৈঠকে দুই যুবকের মাথা ন্যাড়া করে আলকাতরা মাখানোর অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (৭ জুন) বিকেলে ওই ইউনিয়নে চর মহিউদ্দিন গ্রামের নোমর সুলিজ সংলগ্ন আবাসনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবু সায়েম গাজী। তিনি গলচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।

নির্যাতনের শিকার এক যুবকের বাবা জানান, মঙ্গলবার (৭ জুন) দুপুরে চরবাংলা গ্রামের অহিদুল মৃধার বিয়ে ছিল। বিয়েতে বরযাত্রী হিসেবে তার ছেলে চরবাংলা থেকে চর মহিউদ্দিন নোমর স্লুইচ সংলগ্ন আবাসনে নুরু সর্দারের বাড়িতে যায়। ওই বাড়িতে দুপুরে খাওয়ার পর বাড়ির পাশে স্থানীয় এক মেয়ের সঙ্গে ছেলেরা দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় ওই মেয়ের ভাই কথা বলতে দেখে তার ছেলে ও আরেকজনকে মারধর করেন। এক পর্যায়ে ইউপি সদস্য আবু সায়েম গাজী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সালিস বৈঠক বসিয়ে দুই যুবককে মারধর করেন। পরে নিজ হাতে খুর দিয়ে মাথা ন্যাড়া করে আলকাতরা লাগিয়ে দেন। অপমান সইতে না পেরে ওই দুই যুবক একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

ভুক্তভোগী দুই যুবক বলেন, ওই মেয়ে আমাদর পূর্ব পরিচিত ছিল। তাই বিয়েবাড়িতে তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। এটা দেখে মেয়ের বড় ভাইসহ আরও কয়েকজন আমাদের ধরে সায়েম গাজীর কাছে নিয়ে যায়। তারা আমাদের মারধর করে মাথার চুল কেটে আলকাতরা লাগিয়ে গ্রাম ছাড়া করে। আমরা লোকলজ্জার ভয়ে এখন পালিয়ে থাকি। আমরা সমাজে কীভাবে বাঁচব? আমাদের ভবিষ্যৎ কী?’

অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য আবু সায়েমকে মুঠোফোনে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘কোনো সালিস বৈঠক হয়নি। আমি কারও মাথা ন্যাড়া করে দেয়নি। আর যদি এমনটি হয়ে থাকে তবে তার ভিডিও ফুটেজ কোথায়?’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় এখনও থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2