avertisements 2

পেটে গজ রেখে সেলাই: ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ  

পরমেশ ভট্টাচার্য
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুন, বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫৪ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ফাইল ছবি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের সময় পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভিকটিম শারমিন আক্তার শিলাকে উন্নত চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া তাকে ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন আদালত।

বুধবার (৮ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জীবন নেছা মুক্তা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ।

 
উল্লখ্য, গত ১৬ এপ্রিল রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিলা জন্ম দেন সন্তানের।  

কিন্তু এর কিছুদিন পর থেকে পেটে ব্যথা অনুভব করেন শিলা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তা আরও তীব্র হয়। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান পেটের ভেতর ফোঁড়া হয়েছে। 

যন্ত্রণা সইতে না পেরে ফের ভর্তি হন হাসপাতালে। ফোঁড়া ভেবে ২২ মে অপারেশনও করেন চিকিৎসক। তবে বেরিয়ে আসে সিজারের সময়কার ব্যবহৃত গজ। এনিয়ে গত ৩১ মে চ্যানেল 24 এ একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2