avertisements 2

‘১৫ তারিখ জয়ী হলে পরের সপ্তাহে আমরা আবারও বিএনপি’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩৯ এএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বাকি আর মাত্র ৮ দিন। প্রচারণায় সরগরম নগরীর ২৭ ওয়ার্ড। ভোটের মাঠে নেমে রশিকতার ছলেই ভোট চাচ্ছেন সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলি। স্লোগান ধরেছেন, ‘আমার স্বামী আপনাদের ভাই সাক্কু ভাই, সাক্কু ভাই। আমি সেবা করবো সাক্কু ভাইয়ে, আর সাক্কু ভাই সেবা করবে আপনাদের।’

সোমবার (৬ জুন) সন্ধ্যায় নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তান বাজার এলাকায় একটি উঠান বৈঠকে এমন রশিকতা করে ভোট চাইতে দেখা গেছে আফরোজা জেসমিন টিকলিকে। এ সময় মনিরুল হক সাক্কুসহ তার নির্বাচনী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আফরোজা জেসমিন টিকলি আরও বলেন, ২০১২ সালে ইভিএমের কারণে বিএনপি নির্বাচন করবে না। শুধু আপনাদের জন্য দল থেকে অব্যাহতি নিয়ে তিনি নির্বাচন করেছেন। এবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইভিএমের কারণে নির্বাচন করবেন না বলেছিলেন। কিন্তু আপনারা যখন তাকে পিতার আসন থেকে সরাতে চান না, ঠিক তখনই দল থেকে অব্যাহতি নিয়ে আবারও নির্বাচন করছেন। ১৫ তারিখ জয় হলে ইনশাআল্লাহ পরের সপ্তাহে আমরা আবারও বিএনপি।

উঠান বৈঠকে তিনি আরও বলেন, যদি যুদ্ধ হয়, কেউ বিনা কারণে যুদ্ধ করতে চাই আমরা কিন্তু জবাব দিতে জানি। আপনাদের ভোট নিশ্চিত হওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন। আমরা আজ লাইটিংয়ের শহর বলতে পারি কুমিল্লাকে। ফুলের বাগানের শহর বলতে পারি কুমিল্লা শহরকে। যে কুমিল্লা শহরে পথে ঘাটে নারীদের নিরাপত্তা ছিল না। মোবাইলটা টেনে নিয়ে যেত, লাইটের শহর হওয়ার কারণে আজ কিন্তু সেটা হচ্ছে না।

সাক্কু ভাই ওনার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন কুমিল্লাবাসীর জন্য। উনি সাপ্তাহে ৫ দিন থাকেন কুমিল্লায় আর দুই দিন থাকেন ঢাকায়। সেখানে আমি আছি। একজন নগর পিতার কাজ হচ্ছে নগরটাকে পিতার মতো আগলে রাখা।

তিনি বলেন, মনিরুল হক সাক্কু সেই মানুষ যে তার মায়া, মমতা ও সততা দিয়ে শহরকে আগলে রেখেছেন আপনাদের জন্য।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2