avertisements 2

কুয়াকাটা সৈকতে নিখোঁজ,যুবকের সন্ধান মিলল ভারতের চেন্নাইয়ে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুন,রবিবার,২০২২ | আপডেট: ০৫:২১ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক ফিরোজ সিকদার (২৯) ভারতে রয়েছেন। সাতদিন পর শনিবার দুপুরে ফিরোজ ভারত থেকে পরিবারের কাছে ফোন করে তার অবস্থানের কথা জানিয়েছেন। তার মেজ ভাই মাসুম সিকদারিএ তথ্য নিশ্চিত করেছেন।

মাসুম সিকদার জানিয়েছেন, ফিরোজ ২৪ ঘণ্টারও বেশি সময় সাগরে ভেসে ছিলেন। বর্তমানে তিনি ভারতের তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে আছেন।

মাসুম সিকদার বলেন, ‘শনিবার দুপুরে ফোন করে ফিরোজ চেন্নাইয়ে থাকার কথা জানান। সেখানে তিনি স্থানীয় প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন আছেন।’

মাসুম জানান, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে কুয়াকাটার জিরো পয়েন্টে সাগরে গোসল করতে নামেন ফিরোজ। গোসলের একপর্যায়ে হঠাৎ ঢেউয়ের তোড়ে ভেসে যান ফিরোজ। অনেক চেষ্টা করেও তিনি তীরে আসতে পারছিলেন না। এরপর একটা কলাগাছ ভেসে যেতে দেখে দুই হাত দিয়ে তা জাপটে ধরেন।

ফিরোজের বরাত দিয়ে মাসুম জানান, প্রায় ২৪ ঘণ্টা ভেসে ছিলেন ফিরোজ। একপর্যায়ে ভারতীয় জেলেদের মাছ ধরার একটি ট্রলারে উঠেন। তারা ফিরোজকে উদ্ধার করে চেন্নাই নিয়ে যান। ফিরোজের বিষয়টি সেখানকার প্রশাসনকেও জানিয়েছেন জেলেরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2