স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখা হলো না ওদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৫ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের তিন যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১টায় মুন্সীগঞ্জের নিমতলি হাসারা এলাকায় মহাসড়কে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের এই তিনজনসহ মোট ৬ জন নিহত হন। নিহতদের মধ্যে চাঁদপুরের তিন যুবক ও বিক্রমপুরের তিন জন রয়েছেন।
চাঁদপুরে নিহত নিহত সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী, সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ ও একই এলাকার জিহাদ।
এদিকে শুক্রবার দুপুরে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়স্বজনদের কান্নায় আকাশ ভারী হয়ে উঠে। এমন মৃত্যু দেখে হতভম্ব হয়ে পড়েন পুরো এলাকাবাসী।
নিহত সামাদের জেঠাতো ভাই রুবেল বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে দেখার উদ্দেশ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে ৪ বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিকশায় করে মুন্সীগঞ্জের নিমতলি হাসারা এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যান। অন্য দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর অন্যরা বিক্রমপুরের।
এদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে। তারা সবাই রাজধানী ঢাকার ইসলামপুরে পাইকারি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।