avertisements 2

নিখোঁজের তিন দিন পর গৃহবধূর লাশ গর্ত থেকে টেনে বের করল কুকুর!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,শনিবার,২০২২ | আপডেট: ১২:০৯ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

সন্দেহভাজন হিসেবে স্বামী মানিক মিয়াকে আটক করেছে পুলিশ

নিখোঁজের তিন দিন পর রংপুরের পীরগাছায় মিলি আক্তার (৩৪) নামের এক গৃহবধূর তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুন) দুপুরে উপজেলার পারুল ইউনিয়নের বিরাহিম কুটিয়ালপাড়ার একটি পুকুরপার থেকে তিন টুকরা লাশ উদ্ধার করা হয়। নিহত মিলি আক্তার ওই গ্রামের মানিক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাত ১১টার দিকে সৈয়দপুর বাজার থেকে বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হন মিলি আক্তার।

তিনি ওই বাজারের আশা হোটেলে বুয়ার কাজ করতেন। পরদিনও বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেয় পরিবারের লোকজন। কিন্তু কোথাও মিলির সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পীরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন মিলির বাবা আরশাদ আলী।
এরই মধ্যে শনিবার সকালে মিলির স্বামীর বাড়ির পেছনের একটি পুকুরে গর্ত থেকে লাশের টুকরা টেনে বের করে কুকুর। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। পরে পুকুরপারে দেখা যায়, পৃথক তিনটি গর্তে মিলির তিন টুকরা লাশ পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মিলি আক্তারের স্বামী মানিক মিয়াকে আটক করা হয়েছে।

পীরগাছা থানার ওসি সরেস চন্দ্র বলেন, নিখোঁজের তিন দিন পর পুঁতে রাখা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2