avertisements 2

চিরকুট লিখে বহুতল ভবন থেকে লাফিয়ে ঢাবি ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ জুন,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০১:৫৫ এএম, ৬ জুলাই,রবিবার,২০২৫

Text

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চিরকুট লিখে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর ‘আত্মহত্যা’র খবর পাওয়া গেছে।

বুধবার (১ জুন) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেনের একটি ভবনের ১৬ তলার ছাদ থেকে লাফ দেন তিনি।

জায়না হাবিব ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার বাবা হাবিবুল আজিজ প্রকৌশলী। তারা ওই ভবনের দোতলার একটি ফ্ল্যাটে থাকেন। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী।

আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান বলেন, এটা ক্লিন সুইসাইড। আমরা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছি।

মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব পাটোয়ারি জানান, ভিডিও ফুটেজে দেখা গেছে তিনি ছাদের দরজা ভেতর থেকে লাগিয়ে ছাদে পায়চারি করছেন। এরপর মোবাইল ও একটি চিরকুট রেখে তিনি লাফিয়ে পড়েন।

তিনি বলেন, চিরকুটে ‘ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে হতাশার’ কথা রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2