মেয়েকে ‘উত্যক্ত’ করায় পার্কে যুবককে লাঠি দিয়ে পিটিয়েছেন মা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৬:০৩ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
মেহেরপুর শহরে মেয়েকে উত্যক্ত করায় এক যুবককে লাঠি দিয়ে পিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন এক মা।
শনিবার (২৮ মে) লাঠিপেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর আগে শুক্রবার (২৭ মে) শহরের শহীদ শামসুজ্জোহা পার্কে এ ঘটনা ঘটে।
মায়ের দাবি, শহরের হোটেল বাজার এলাকার সোহেল তার মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বারবার নিষেধের পরও কথা শুনছিল না ওই যুবক। তাই নিরুপায় হয়ে পিটিয়েছেন তিনি।
এদিকে মারধরের শিকার যুবক স্থানীয় ডিস ক্যাবল অপারেটরের নিজস্ব মডেলিং-এ জড়িত। তবে তার দাবি-মেয়েটিও সেখানে মডেলিং করতো। ওই মেয়ে তার সঙ্গে আর্থিক প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।