avertisements 2

আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল 

'ইভিএম না হলে আমি রাতেই ভোট নিয়ে ফেলতাম'

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৯:৪৩ এএম, ১৯ আগস্ট,মঙ্গলবার,২০২৫

Text

ইভিএম না হলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী। তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী নির্বাচনী সভায় এমন বক্তব্য দিয়েছেন। গত শনিবার দেওয়া এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রায় ৪১ সেকেন্ডের ওই ভিডিওতে আওয়ামী লীগ প্রার্থী মুজিবুল হক চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ড মাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার। তো কী করতাম। একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে। চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব। তো আমাকে একটু দোয়া করবেন সকলে।’তিনি বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ ইভিএমের ভোট। ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না, ভোট আমি মেরে দিতাম। যেভাবে পারি ভোটটা মেরে দিতাম।’

মুজিবুল হক আরও বলেন, ‘ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না। এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম। তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে। গিয়ে মেশিনে ফিঙ্গার দিতে হবে। কথা বুঝেন নি? আমি রাতের খেলোয়াড়, একসাথে ২০ হাজার নিয়ে ফেলি যে ওটা।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, ভিডিও লিংকটি দেখেছি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।আগামী ১৫ জুন এখানে ভোটগ্রহণ হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2