avertisements 2

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টি বিপুল বিজয়ে বরিশালে শোভাযাত্রা ও আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৮:৫৫ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

অস্ট্রেলিয়ার ফেডারেল নির্বাচনে লেবার পার্টি বিপুল বিজয়ে বরিশালের মুলাদীতে মোটর সাইকেল শোভাযাত্রা এবং আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া লেবার পার্টির কেন্দ্রিয় সদস্য বাংলাদেশী বংশোদ্ভুত বরিশালের মুলাদীর বাসিন্দা আব্দুল খান রতনের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে উপজেলা সদর সহ পৌর শহরে এই র‌্যালী ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

বেলা ১২টার দিকে মুলাদী পৌর শহরের পূর্ব বাজার থেকে আব্দুল খান রতনের নেতৃত্বে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের হয়। শতাধিক মোটর সাইকেলের অংশগ্রহনে শোভাযাত্রাটি পৌর শহর ও উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অংশগ্রহনকারী সকলের গায়ে ছিলো অস্ট্রেলিয়ান লেবার পার্টির মনোগ্রাম খচিত টি-শার্ট।

মোটর সাইকেল শোভাযাত্রা শেষে পায়ে হেটে আনন্দ মিছিল করেন তারা। এতে এলাকার বিভিন্ন দল-মতের তরুন ও যুবসমাজ অংশ নেয়। অস্ট্রেলিয়া ফেডারেল নির্বাচনে বিজয়ী লেবার পার্টিকে অভিনন্দন জানিয়ে মোটর সাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের ঘটনা চাঞ্চলের সৃস্টি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল খান রতন বলেন, গত শনিবার অনুষ্ঠিত অস্ট্রেলিয়া ফেডারেল নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে বিপুল ব্যবধানে হারিয়ে লেবার পার্টি বিশাল জয় পেয়েছে। অস্ট্রেলিয়া লেবার পার্টির সরকারের সাথে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশা করেন।

গত ২৫ বছর ধরে অস্ট্রেলিয়ার সিডনীর ক্যাম্পেল টাউনে স্বপরিবারে বসবাস করেন রতন। ব্যবসার পাশাপাশি লেবার পার্টির রাজনীতি করেন তিনি। বর্তমানে তিনি লেবার পার্টির কেন্দ্রিয় সদস্য এবং অস্ট্রেলিয়া শাখা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক। এছাড়াও অস্ট্রেলিয়া বাংলা কমিউনিটির সব চেয়ে বড় সংগঠন বিডি হাব এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী মুলাদী পৌর শহরের খান বাড়ির রতন।

তথ্য ও ছবিঃ  বরিশালের খবর

বিষয়:

আরও পড়ুন

avertisements 2