তদন্ত কমিটি: টিটিই শফিকুল নির্দোষ
সত্য, ন্যায় আর নৈতিকতা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি: টিটিই শফিকুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ মে,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫৩ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫
ছবি টিটিই শফিকুল
সত্য, ন্যায় আর নৈতিকতা শক্তি পৃথিবীর সব থেকে বড় বলে জানালেন সদ্য নির্দোষ প্রমাণ হওয়া রেলের টিকেট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম। মাদকাসক্তের ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও দাবি করেন তিনি।
সোমবার (১৬ মে) বেলা সোয়া ১১টায় তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ার পর তিনি এ কথা জানান।
এর আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করা পাবনার ঈশ্বরদীর টিকেট পরীক্ষককে (টিটিই) সাময়িক বরখাস্তের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচারণের অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে তদন্ত কমিটি।
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই টিটিই শফিকুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, সত্যের জয় অবশ্যম্ভাবী, আমি অন্যায় করিনি কিংবা কখনো অন্যায়ের সঙ্গে আপসও করিনি। আর আমার বিরুদ্ধে মাদকাসক্তের যে অভিযোগ তোলা হয়েছে, সে বিষয়ে আমি সবাইকে বলতে চাই, আমি কখনো চা পান করি না। সেখানে সিগারেট কিংবা মাদকের প্রশ্নই ওঠে না। তারপরেও আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, আমি যতদিন রেল বিভাগে চাকরি করব, ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব বলেও তিনি জানান।
এর আগে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের কমিটি ৪০ পৃষ্ঠার মূল প্রতিবেদন জমা দেন।
শাহিদুল ইসলাম জানান, প্রতিবেদনে টিটিই শফিকুল ইসলামকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে। ওই ট্রেনের গার্ড শরিফুল ইসলাম বিনা টিকেটের যাত্রী ইমরুল কায়েস প্রান্তকে ফুসলিয়ে টিটিই শফিকুলের বিরুদ্ধে অভিযোগ দিতে বাধ্য করেন।
এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিনদিন সময় বৃদ্ধি করা হয়।
গত বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা থাকলেও ডিআরএম ঢাকায় মিটিংয়ে অংশগ্রহণ এবং সরকারি ছুটি থাকায় নির্ধারিত সময়ের পরে প্রতিবেদন জমা নেওয়া হলো।
গত শুক্রবার (৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিনযাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) শফিকুল ইসলামকে।
এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলের ব্যবস্থাপক শাহিদুল ইসলাম। তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন।