১৯ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে উদ্ধার হলো চুরি হওয়া শিশু মাহিন
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১২ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট:  ০৭:৪০ এএম,  ২ নভেম্বর,রবিবার,২০২৫
                                
                        
                    ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ার কৌলা গ্রাম থেকে রাতের আঁধারে ৩ বছরের একটি শিশুকে চুরি করার ঘটনার ১৯ ঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে শিশুটি। এ বিষয়ে ছেলের চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার (১০ মে) রাত আড়াইটার দিকে কৌলা গ্রামের নানা আকবর মিয়ার বাড়ি থেকে সিঁদ কেটে বাচ্চাটিকে চুরি করে নিয়ে যায় জুড়ি উপজেলার উত্রসাগরনাল গ্রামের রইছ মিয়ার ছেলে মাজেদ আহমদ মজনু। ওইদিন রাতেই পুলিশকে খবর দেয় চুরি হওয়া শিশু মাহিনের আত্মীয়-স্বজনরা। পুলিশ তৎপর হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে থাকলে এক পর্যায়ে শিশুটিকে জুড়ির কাপনা পাহাড় এলাকায় একটি দোকানে সুকৌশলে রেখে পালিয়ে যায় মজনু ও তার সহযোগীরা। সেখান থেকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উদ্ধার করে থানায় নিয়ে এসে শিশুটির মায়ের কোলে ফিরিয়ে দেন।
 
এ বিষয়ে শিশুটির চাচা, টিলাগাঁও ইউনিয়নের সন্ধ্যাবাগ গ্রামের মৃত ছইদ উল্যার ছেলে লোকমান মিয়া বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ও ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে ও আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সঙ্গে। মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে দুই বছর থেকে ছেলে মাহিনকে (৩) নিয়ে থাকেন। সেখান থেকে রাতে শিশুটিকে চুরি করে নিয়ে যায় দুর্বত্তরা। দরজা খুলে শিশুটিকে নিয়ে যাবার সময় ঘরের লোকজন জেগে চিৎকার চেঁচামেচি করতে থাকলে শিশুটিকে নিয়ে ছেলেটি সুকৌশলে পালিয়ে যায়।


                                    
                                    
                                    
                                    
                                    


