১৯ বছর আত্মগোপন থেকেও রক্ষা হলো না মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লালের
                                    
                                    
                                        
                                            ডেস্ক রিপোর্ট
                                        
                                    
                                   
                                     প্রকাশ:  ১২:০০ এএম,  ১১ মে,
                                    বুধবার,২০২২ | আপডেট:  ১১:০৪ এএম,  ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
                                
                        
                    বেল্লাল ফরাজি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার একটি হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ নিয়ে দীর্ঘ ১৯ বছর পলাতক থাকার পর খুলনা র্যাব-৬ এর হাতে গ্রেপ্তার হয়েছে বেল্লাল ফরাজি। বেল্লাল ফরাজি মোড়েলগঞ্জ উপজেলার পূর্ব-বহরবুনিয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির ছেলে।
গোপন খবরের ভিত্তিতে সোমবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র্যাব-সদস্যরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে মঙ্গলবার (১০ মে) বিকেলে দেওয়া এক মেইল বার্তায় জানানো হয়, ২০০৩ সালের ১৫ জুলাই মোড়েলগঞ্জ উপজেলার বহরবুনিয়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আসামি বেলাল ফরাজীসহ তার সহযোগীরা স্থানীয় জাফর জোয়াদ্দারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত গত ২০১৪ সালের ২৬ জুন বেল্লাল ফরাজিসহ কয়েকজনকে ফাঁসির আদেশ এবং অন্যান্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
বিষয়টি খুলান র্যাব-৬ এর নজরে আসলে র্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এক পর্যায়ে আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেলাল ফরাজী কুমিল্লা জেলার দাউদকান্দি থাকা এলাকায় আত্মগোপন করে আছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেল্লাল ফরাজিকে মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোড়েলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।


                                    
                                    
                                    
                                    
                                    


