টিটিই’র কত বড় সাহস রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারীকে জরিমানা করে?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ মে,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ এএম, ২৮ জুন,শনিবার,২০২৫

একজন টিটিই’র কত বড় সাহস রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়দানকারী ৩ জনকে জরিমানা করে? এসি কামরা থেকে শোভন শ্রেণিতে পাঠায়? মন্ত্রীর আত্মীয় পরিচয়দানকীরীত্রয় কি এমন অপরাধ করেছে?
তারা একটি এসি কামরা দখল করেছে,পুরো ট্রেন তো আর দখল করেনি! পরিচয় দেওয়ার পরেও টিটিই তাদের জরিমানা করে নিশ্চয় গর্হিত অপরাধ করেছে, তাই না? তাৎক্ষণিকভাবে টিটিইকে বরখাস্ত করা হয়েছে এতে টিটিই’র তো খুশি হওয়ার কথা, জেল-জরিমানা তো আর হয়নি!
কয়েকদিন আগে ব্রিটিশ পুলিশ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জরিমানা করে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিল। এবার আন্তর্জাতিক গণমাধ্যম যদি রেলমন্ত্রীর পরিচয়দানকারী আত্মীয়ত্রয়কে নিয়ে সংবাদ প্রকাশ না করে, নিশ্চয় তা ‘বিদ্বেষপ্রসূত’ অনায্য হবে।