avertisements 2

দেশে ফিরলেন হাজী সেলিম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১০:৪৫ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড নিয়ে বিদেশ যাওয়া হাজী সেলিম দেশে ফিরেছেন। আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, থাইল্যান্ডে চিকিৎসা শেষে আজ দুপুর সোয়া ১২টায় থাই এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরেছেন সংসদ সদস্য হাজী সেলিম। এখন তিনি সুস্থ আছেন।

ঢাকায় ফিরেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে একটা জানাজায় অংশ নিয়েছেন তিনি । আদালতের আত্মসমর্পণের বিষয়ে বেলাল বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যথাসময়ে আদালতে আত্মসমর্পণ করবো।

এর আগে দশ বছরের সাজা মাথায় নিয়ে দেশ ছাড়েন পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শনিবার (৩০ এপ্রিল) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ডের ব্যাংককে যান সেলিম।

প্রসঙ্গত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে হাজী সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হয়। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেরিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময়সীমার মধ্যেই দেশ ছাড়েন তিনি।

দুর্নীতির মামলায় এক যুগ আগে বিচারিক আদালতের রায়ে হাজী সেলিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছিল। সাজার রায়ের বিরুদ্ধে হাজী সেলিম হাইকোর্টে আপিল করেন। এই আপিলের শুনানি নিয়ে গত বছরের ৯ মার্চ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এরপর ১০ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম বলেন, সাজাপাপ্ত আসামি হওয়ায় হাজী সেলিমের সংসদ সদস্য পদ আর নেই বলে আমি মনে করি। একজন সাজাপ্রাপ্ত আসামি বিদেশে যেতে পারেন না।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2