avertisements 2

ঈদের দিন বজ্রপাতে প্রাণ গেল ৮ জনের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ মে, বুধবার,২০২২ | আপডেট: ০৩:১৩ এএম, ৩০ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

পবিত্র ঈদুল ফিতরের দিন দেশের ৪ জেলায় বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সরাইলে ১ জন করে, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জে ১ করে ও মেহেরপুরে ১ জন মারা যান।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীতে ঈদের নামাজের জন্য গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া নিশ্চিত করেছেন।

নিহতরা হচ্ছে, হাতিয়া দক্ষিণপপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. আরিফুল (১৪), দশকিয়া বাড়ারিপাড়ার জুলহাস বাড়ারির ছেলে ফয়সাল মিয়া (১৪) ও রাকিব মিয়া। রাকিব হাতিয়া গ্রামের রাজ্জাক মিয়ার মেয়ের জামাই। আরিফুর ও ফয়সাল দশকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া বলেন, সকাল ৭ টার দিকে নিহত তিনজনসহ পাঁচজন বাড়ির পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সেখানে বজ্রপাত হলে পাঁচজনই আহত হয়।

গুরুতর আহত অবস্থায় ফয়সাল, আরিফুল ও রাকিবকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন গ্রামের ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চলে যায়। নিহত‌দের লাশ বা‌ড়ি আনা হ‌য়ে‌ছে। এই ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসেছে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বজ্রপাতে মো. রনি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরশহরের খরমপুর কেল্লা বাবার মাজার শরীফ কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত রনি দুর্গাপুর মধ্যপাড়া মোহাম্মদ আলীর ছেলে। রনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

আখাউড়া পৌরসভার দুর্গাপুর ১নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম স্বপন মিয়া সাংবাদিকদের জানান, ঈদের নামাজ শেষে রনি খরমপুর কেন্দ্রীয় কবরস্থানে তার নানা-নানির কবর জিয়ারত জিয়ারত করছিলেন। এমন সময় বজ্রপাতে রনি আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় জানান, হাসপাতালে আনার আগেই রনির মৃত্যু হয়েছে।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, বজ্রপাতে মাদ্রাসাছাত্র সাইফুল ইসলাম মেহদী (১৫) নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের শাহনোয়াজ মাস্টারের ছেলে। সে শাখাইতি সৈয়দ আব্দুর রউফ শাহ হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি মাঠে সহপাঠীদের নিয়ে ফুটবল খেলতে যাই। খেলা চলা অবস্থা বজ্রপাতের আঘাতে নিহত হয় সাইফুল।

সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বলেন, বজ্রপাতে মাদ্রাসার একজন ছাত্র নিহত হয়েছে। লাশ সুরাতাল শেষে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে শাহজাহান মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার পৌর এলাকার নোয়ানগর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসীরা জানান, মঙ্গলবার ঈদ উল ফিতরের দিন সকালে শাহজাহান মিয়া বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল শেষে ঘরে ফেরার সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে একই এলাকার সত্যলাল দাস (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানিয়েছেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সরকারি সহায়তা দেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া (২৭) ঈদের নামাজ পড়ে মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক মাঠে খেলাধুলা করতে গিয়ে সারাজ মিয়া মাঠে কে পড়ে থাকতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সারাজ মিয়া কে মৃত ঘোষণা করেন।

শায়েস্তাগঞ্জ ইউনিয়নের লাদিয়া গ্রামের সাবেক মেম্বার মো. আব্দুল মালেক বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন। মন্টু নিহত আব্দুর রাজ্জাকের ছোট ভাই। মঙ্গলবার সকালে সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সকালে ঈদের জামাতের জন্য বাড়ি থেকে বের হয় রাজ্জাক ও মন্টু। পথিমধ্যে বজ্রপাত হয়। পরে এলাকাবাসী মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2