avertisements 2

টাকা বিতরণকালে রিকশাচালককে এমপির গলাধাক্কার ভিডিও ভাইরাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মে,সোমবার,২০২২ | আপডেট: ০৯:২৫ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় নগদ টাকা বিতরণকালে এক রিকশাচালককে গলাধাক্কা দিতে দেখা গেছে স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর। এরকম একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে এ ব্যাপারে ওই রিকশাচালকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। রোববার (১ মে) বিকেলে আড়াইহাজারের উচিতপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় একজনের সঙ্গে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু প্রতি বছরই বিভিন্ন বাজারে রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করে থাকেন। তারই ধারাবাহিকতায় এদিন উপজেলার উচিতপুরা ইউনিয়নের উচিতপুরা বাজার, জাঙ্গালিয়া বাজার ও সুলতান হাজি বাজার এলাকায় এ টাকা বিতরণ করছিলেন।

গলাধাক্কা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ওই রিকশাচালক একবার টাকা নিয়ে আবার টাকা নিতে আসে। এ বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু তার লোকদের মাধ্যমে জানতে পারেন। আর তাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছেন। উচিতপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমন জাগো নিউজকে বলেন, এক রিকশাচালক বারবার ঘুরে ঘুরে আসছিলেন। একবার নিয়ে আবার টাকা নিতে আসেন তিনি। একজন মানুষকে কয়বার টাকা দেবে। এসে গায়ে টানাটানি করছে। একজন মানুষ রোজা রেখে টাকা দিচ্ছেন, তাকে যদি বিরক্ত করে তাহলে ধাক্কা দেওয়াটাই স্বাভাবিক। তিনি (এমপি) প্রতি বছরই সুন্দরভাবে টাকা দিয়ে থাকেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু জাগো নিউজকে বলেন, আমি জানি না আসলে কী হয়েছে। আমার নলেজে নেই।

ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি বলে আমার মনে পড়ে না। টাকা দেওয়ার সময় কত মানুষ আসে, কে কাকে ধাক্কা দিয়েছে? আর বারবার টাকা নিতে আসলে সরিয়ে দেবো। এটা তো খারাপ কিছু না। তিনি বলেন, আমি ২০ বছর যাবত টাকা দিয়ে আসছি। কেউ টেরও পায় না। আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন থেকেই টাকা দিয়ে আসছি। তখন ২০ টাকা করে দিতাম, এখন ৫০০ টাকা করে দিই। সারা বছরের জমানো টাকা থেকেই তাদের দেওয়া হয়। প্রায় সব রিকশাচালককেই দেওয়ার চেষ্টা করি। তিনি আরও বলেন, প্রত্যেকটা মানুষ নজরুল ইসলাম বাবুকে চেনে। নজরুল ইসলাম বাবু সম্পর্কে জানতে হবে। আমি রাজনীতি করে বড় হয়েছি। আমি ডাণ্ডাবেড়ি পায়ে নিয়ে বড় হয়েছি। যারা আমার বিরুদ্ধে বলে তাদের পরিচয় জানেন। টানা তিন মেয়াদ ধরে নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবনে তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2