গরিবের কেনাকাটার ভরসা ফুটপাতে বেচাকেনার ধুম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ এপ্রিল,শনিবার,২০২২ | আপডেট: ০৬:৪৭ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
শেষ পর্যায়ে বেচাকেনায় ব্যস্ত ক্রেতা-বিক্রেতারা। প্রতিটি শপিংমলে তিল ধারণের ঠাঁই নেই। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ। এ সময় নামিদামি শপিংমলের পাশাপাশি জমে উঠেছে ফুটপাতের কেনাবেচা। ফুটপাতের পণ্যসামগ্রী দামে কিছুটা সস্তা হলেও মানে ভালোই।
হকাররা বলছেন, ‘আমাদের দোকান ভাড়া লাগে না তাই কম মূল্যে বিক্রি করতে পারি। শেষ সময়ে ক্রেতারা এখন এ-মার্কেট সে-মার্কেট ঘুরে কিনে নিচ্ছে প্রয়োজনীয় কিছু পণ্যসামগ্রী। এদিকে হকারদের ডাকাডাকিতে মুখর হয়ে উঠেছে ফুটপাতগুলো। আর তাদের পণ্যের চলমান বিজ্ঞাপনে ক্রেতা সাধারণের উপস্থিতি থাকে সব সময় বেশি। তবে একটু দেখেশুনে দরদাম করে কিনতে পারলে ভালোমানের পণ্য পাওয়া যায় ফুটপাতেও। ফুটপাতের অনেক দোকানেও আবার ‘একদর’ লেখা এবং তারা হাঁকতে থাকেন একদর একদর বলে।
হকার হূদয় মিয়া বলেন, তার কাছে হিজাবের ওড়নাসহ অনেক কিছুই পাওয়া যাচ্ছে। হিজাব ১০০ টাকা থেকে ৩০০ টাকা দামে। আরো আছে টি-শার্ট ও লেডিস টি-শার্ট। রিকশাওয়ালা একরামুল বলেন, তার পাঁচ বছরের ছেলের জন্য শার্ট ও প্যান্টসেট কিনেছেন। দাম ২৫০ টাকা। তিনি বলেন, তাদের জন্য এই ফুটপাতের দোকানই ভালো।
কেনাকাটায় বাদ পড়া পণ্যসামগ্রী কিনতে এসেছেন অনেকে। ধানমন্ডি হকার্স মার্কেটে হাফ হাতের হাওয়াই শার্ট কিনছেন রোমেল। তিনি বলেন, ‘আমি এ পথে বাড়ি ফিরি। তাই প্রায় এসব ফুটপাত থেকে শার্ট, টি-শার্ট, স্যান্ডেল, ছাতা, ব্যাগ, আরো অনেক ধরনের পণ্য কিনে থাকি। মার্কেটের চেয়ে বেশ সস্তায় এখান থেকে কেনা যায় পণ্য। তবে ফুটপাতে কাপড় কিনতে হলে দাম-দর করা জানতে হবে। হকাররা অনেক সময় একটা পণ্যের চার-পাঁচ গুণ বেশি দাম চেয়ে বসেন। দাম না জানলে ঠকতে হবে। আর দাম জানলে সহজে আপনি ক্রয় করতে পারবেন।’
রাজধানীর ফুটপাতের সবচেয়ে বড় বাজার বসে মতিঝিল, গুলিস্তান, ঢাকা কলেজের সামনে, ইডেন কলেজের সামনে ও মিরপুর এলাকায়। গাউছিয়া ও নিউমার্কেটের ফুটপাত ঘিরে রয়েছে টি-শার্ট, মেয়েদের ট্রাউজার, পোশাক ও স্যান্ডেলের বিশাল বাজার। ঢাকাসহ সারা দেশের সব বয়সের মেয়েদের কাছে এই স্যান্ডেলের বাজার অনেক জনপ্রিয়। যে কোনো ধরনের স্যান্ডেল পাওয়া যায় এখানে। দাম পড়বে ১৫০ টাকা থেকে ৫৫০ টাকা পর্যন্ত। এসব ফুটপাতে নিম্ন আয়ের মানুষরাই যে শপিং করে তা নয়; এসব জায়গায় উচ্চবিত্তদের আনাগোনাও থাকে বেশ। ফুটপাতের দোকানগুলোতে তরুণদের শর্টশার্ট ও ফরমাল শার্ট পাওয়া যায় নানা চেক ও ডিজাইনের। জায়গাভেদে এসব শার্টের দাম ২০০ টাকা থেকে ৫৫০ টাকা। টি-শার্টের দাম ৫০ টাকা থেকে ৫০০ টাকা। জিন্স প্যান্টের দাম ২০০ টাকা থেকে ৮০০ টাকা।