বিয়ের জন্য চাপ, হোটেলে নিয়ে ধর্ষণের পর প্রেমিকাকে হত্যা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১২:০২ এএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
গ্রেপ্তারকৃত ব্যক্তি
রাজশাহী নগরীর লক্ষ্মীপুরের একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে প্রেমিকাকে হত্যা করে পালিয়ে যান মিঠুন। এ ঘটনায় অভিযুক্ত মিঠুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালম সিদ্দিক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানান, বিয়ের জন্য চাপ দেওয়ায় জয়নবকে হত্যার পরিকল্পনা করেন মিঠুন। পরিকল্পনা অনুযায়ী গত ১৭ এপ্রিল মিজান ও জুলেখা নাম ব্যবহার করে স্বামী-স্ত্রীর ভুয়া পরিচয় ও ঠিকানা দিয়ে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকার হোটেল ড্রিম হ্যাভেনের ৪০৩ নম্বর কক্ষে ওঠেন তারা। হোটেলে উঠে প্রথমে ধর্ষণের পর জয়নবকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান মিঠুন। এ ঘটনার পর থেকে মিঠুন পালতক অবস্থায় ছিল। এ সময় আরএমপি'র সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে নাটোর থেকে গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের ভাই রাজপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ এপ্রিল) রাতে নাটোরের আগদিঘা গ্রাম থেকে পুলিশ অভিযুক্ত মিঠুনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জয়নবকে হত্যার কথা স্বীকার করে মিজান।