avertisements 2

আসামির স্ত্রীকে লাথি মারার অভিযোগে, এসআই প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:৫১ পিএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

তল্লাশির নামে দেড় লাখ টাকা জব্দ করা এবং আসামি ধরতে গিয়ে না পেয়ে স্ত্রীকে লাথি মারার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার এস আই মাহাবুব মোরশেদকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গত রোববার রাতে এ প্রত্যাহার আদেশ হয় বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

এর আগে রোববার খালেদা আক্তার নামের এক গৃহিণী পুলিশ সুপার বরাবর এসআই মাহবুব মোর্শেদের বিরুদ্ধে মারধর ও টাকা লুটের অভিযোগ করেন। লিখিত অভিযোগে খালেদা আক্তার উল্লেখ করেন, শনিবার দুপুর ২টার দিকে এস আই মাহাবুব মোরশেদ ৫ জন পুলিশ কনস্টেবলসহ খালেদা আক্তারের স্বামী ওয়ারেন্টভুক্ত আসামি নুর ইসলামকে গ্রেপ্তার করতে যান। তাকে না পেয়ে এসআই মাহবুব আলমারির চাবি দিতে বলেন খালেদা আক্তারকে। তিনি চাবি দিতে অস্বীকার করলে এক পর্যায়ে তাকে লাথি মারেন।

এরপর চাবি নিয়ে ঘরের আলমারি তল্লাশি করে দেড় লাখ টাকা ও ছেলের স্কুল-কলেজের সার্টিফিকেট জব্দ করে নিয়ে যায়। পরদিন রোববার খালেদা আক্তার ছেলেকে নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণ করার পর অভিযোগের কপি সীতাকুণ্ড সার্কেল অফিসে জমা দেন।

অভিযুক্ত এসআই মাহবুব মোরশেদ মানবজমিনকে বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত নুর ইসলাম (প্রকাশ- ইরান)কে গ্রেপ্তার করতে গেলে সে পালিয়ে যায়।

আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোন টাকা লুট বা তাকে আসামির স্ত্রীকে মারধর করিনি। তিনি আরো বলেন, জনৈক মিঠু নামের এক ব্যক্তি ও ইরান নামে এক ডাকাত আমাকে ফোন করে আমার পুলিশের চাকরি খেয়ে ফেলবেন বলে হুমকি দেয়, পরে আমি তাদের বিরুদ্ধে থানায় একটি জিডি করি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2