avertisements 2

এক যুগ পালিয়ে থেকে ও রক্ষা হলো না বাবা-ছেলের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ এপ্রিল,সোমবার,২০২২ | আপডেট: ০৯:১৯ পিএম, ৪ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা

চুয়াডাঙ্গায় ১২টি প্রতারণা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুর ২টার দিকে তাদের চুয়াডাঙ্গার আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে রোববার (১৭ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে সাজা হয়েছে ১০ মামলায়। এই সাজা থেকে বাঁচতে বাবা-ছেলে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ১২ বছর।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত করম আলী মুন্সীর ছেলে রুহুল আমিন (৬৭) ও তার ছেলে সামসুজ্জান ওরফে বাপ্পি (৩২)।

চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। সবগুলো মামলাই চেক প্রতারণার। এসব মামলার চারটিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট চার বছর কারাদণ্ড ও ৫৮ লাখ টাকা জরিমানা এবং ছেলের বিরুদ্ধে ৬টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট ৩ বছর ১ মাস কারাদণ্ড ও ২৯ লাখ টাকা জরিমানা করেন আদালত। সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ এপ্রিল) রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2