বিয়ের নামে প্রতারণা করার অভিযোগে শিক্ষক কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:৪৯ পিএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

বিয়ের নামে প্রতারণার অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর পাইলট গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক আশরাফ হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহার এই আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি আশরাফ হোসাইন তাঁর আইনজীবী মিজানুর রহমান মামুন ও আসাদুজ্জামান খান রচির মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এজাহার থেকে জানা যায়, ২০১৯ সালে আশরাফ হোসাইন ঢাকার আশুলিয়া এলাকার তাসলিমা আক্তার নিপা নামের এক নারীকে হলফনামার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের সময় শিক্ষক আশরাফ তাসলিমার পরিবারকে বলে বিয়ে কাজী অফিসে নিবন্ধন করলে চাকরির ক্ষেত্রে ক্ষতি হবে। তখন ভুক্তভোগী তাসলিমার পরিবার বিষয়টি বিশ্বাস করে। পরে আশরাফ দীর্ঘদিনেও কাজী অফিসে বিয়ে নিবন্ধন করেনি। তাসলিমার সঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করতে থাকেন। এক পর্যায়ে আশরাফ কাবিননামা না থাকার সুযোগে অন্যত্র বিয়ে করে তাসলিমাকে অস্বীকার করেন।
এ ঘটনায় তাসলিমা গত বছরের ১৪ অক্টোবর বাদী হয়ে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আশরাফের বিরুদ্ধে মামলা করেন। এরপর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। পিবিআই ঘটনার সত্যতা পেয়ে গত বছরের ২১ ডিসেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন। অভিযুক্ত আশরাফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে তিনি হাইকোর্টে আত্মসমর্পণ করে চার সপ্তাহের আগাম জামিন পান। হাইকোর্টে জামিনের মেয়াদ শেষে গতকাল তিনি আত্মসমর্পণ করেন।