কুয়াকাটা সমুদ্রসৈকতে, বিরল প্রজাতির মৃত কচ্ছপ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:১৯ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছবি সংগৃহীত
কুয়াকাটা সমুদ্রসৈকতে পঞ্চম দফায় আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ। মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা ট্যুরিজম পার্কসংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা।প্রত্যক্ষদর্শীদের ধারণা, কচ্ছপটির ওজন ৩০-৩৫ কেজি হতে পারে। কুয়াকাটা সৈকতে চলতি বছরে উদ্ধার হওয়া মৃত কচ্ছপের মধ্যে এটাই সবচেয়ে বলেও জানিয়েছেন তারা।
এ বছরের ২৬ মার্চ প্রথম দফায় মৃত দু’টি কচ্ছপ উদ্ধার হয়। এর পর সর্বশেষ পঞ্চম দফায় মোট ৮টি একই প্রজাতির কচ্ছপ উদ্ধার হওয়ার তথ্য জনিয়েছে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি। কমিটির সদস্য আবুল হোসেন রাজু উদ্বেগের সঙ্গে জানান, বিপন্ন প্রজাতির এসব কচ্ছপ বা ডলফিনের মৃতদেহ কুয়াকাটা সৈকতে বারবার ভেসে এলেও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপ মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।