টিপু হত্যায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক ফারুক বহিষ্কার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ এপ্রিল,রবিবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বহিষ্কৃত ওমর ফারুক
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান টিপু হত্যায় অভিযুক্ত ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ওমর ফারুক মতিঝিল থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুর কবির স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতিঝিল থানার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
চিঠিতে টিপু হত্যার সাথে জড়িত হিসেবে ওমর ফারুকের নাম উঠে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
গত ২৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী প্রীতি। টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরের দিন টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি মামলা করেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ডিবি হারুনের ভয়ভীতি দেখিয়ে ১৬ কোটি আত্মসাৎ, ব্যবসায়ীর মামলা

কুবি ছাত্রী সুমাইয়াকে ধর্ষণের পর গলাটিপে হত্যা: আসামির স্বীকারোক্তি

আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় পদ হারানো সেই বিএনপি নেতা গ্রেপ্তার

মা-মেয়েকে হত্যার অনুসন্ধান: আসামি সেই কবিরাজের বিরুদ্ধে বেরিয়ে এলো চাঞ্চল্যকর
