avertisements 2

বাগেরহাটে পুকুরে হাঁস খুঁজতে গিয়ে কুমির উদ্ধার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ মার্চ, বুধবার,২০২২ | আপডেট: ০৬:৫০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ছবি সংগৃহীত 

বাগেরহাটের রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল উপজেলার শ্রীরম্ভা গ্রামের মিরাজ শেখের বাড়ির পুকুর থেকে কুমিরটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।

স্থানীয় আলিমুল হক বলেন, সোমবার (২৮ মার্চ) বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলেন না। সকালবেলা মিরাজ শেখের পুকুরে হাসের পাখনা (পশম) ভাসতে দেখে সন্দেহ হয়। পরবর্তীতে জাল টেনে কুমিরটি ধরা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির আরটিভি নিউজকে বলেন, স্থানীয়রা কুমিরটি দেখে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে বিষয়টি জানায়। পরে উপমন্ত্রী ফোনে তাকে জানালে তিনি কুমিরটিকে উদ্ধার করে নিয়ে আসেন। বিকেলে কুমিরটিকে সুন্দরবন-সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, এই পুকুরটি পশুর নদীর কাছাকাছি। ধারণা করা হচ্ছে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি পুকুরে এসে আশ্রয় নিয়েছে। কুমিরটি ৯ ফুট লম্বা। এটার বয়স ১০ থেকে

১৫ বছর হতে পারে।

এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির আটকা পরে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল-সংলগ্ন খালে অবমুক্ত করা হয়

বিষয়:

আরও পড়ুন

avertisements 2