সেই আকিবের মাথার খুলি প্রতিস্থাপন চলছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ০৯:০৩ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথার খুলির একটি অংশ (হাড়) প্রতিস্থাপন করা হচ্ছে।
সোমবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে বিশেষ কায়দায় পেটে রাখা খুলি ফের মাথায় প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা।
জানা গেছে, চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধীন আকিবের এই অস্ত্রোপচার হবে। তার খুলি প্রতিস্থাপনের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকিবের প্রথম অস্ত্রোপচারের পর মাথার হাড়ের একটি অংশ খুলে পেটের ভেতর রাখা হয়েছিল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, হাসপাতালের নিউরোসার্জারিতে আকিবের মাথার খুলি প্রতিস্থাপনের অস্ত্রোপচার হচ্ছে। আজ সকাল ১০টার দিকে নিউরো-সার্জারির প্রধান অধ্যাপক আবু নোমান খালেদের তত্ত্বাবধানেই অস্ত্রোপচার শুরু হয়। তবে কখন শেষ হবে তা নিশ্চিত করে বলে যাচ্ছে না।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের অক্টোবরে চমেক ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে আকিবকে কলেজের সামনের রাস্তায় এক পক্ষ হামলা করে। এতে তার মাথা ফেটে যায়। পরে আকিবকে চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর নিউরো-সার্জারি বিভাগে অস্ত্রোপচারের মাধ্যমে আকিবের মাথার ফেটে যাওয়া খুলির একটি অংশ খুলে তার পেটের চামড়ার নিচে রাখা হয়। পরে গত ১৮ নভেম্বর আকিব বাড়ি ফেরেন। এখন মাথার খুলির হাড়টি প্রতিস্থাপনের জন্য তিনি আবার হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে এলেন।