avertisements 2

সবাই সরকারি বাসে চড়ব, মেয়রকে পাল্টা প্রস্তাব আসিফ নজরুলের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩২ পিএম, ২ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

 অধ্যাপক ড. আসিফ নজরুল এবং (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম

যানজট নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামকে পাল্টা প্রস্তাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। যান চলাচলে মেয়র যে তত্ত্ব দিয়েছেন তার পাল্টা তত্ত্ব দিয়েছেন আসিফ নজরুল।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ পাল্টা প্রস্তাব দেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ‘মেয়র আতিক বলেছেন, ঢাকায় জোড় সংখ্যার গাড়ি জোড় তারিখে, বেজোড় সংখ্যার গাড়ি বিজোড় তারিখে চলবে। কখনও দায়িত্ব পেলে এটা করবেন তিনি। ভাই মেয়র, আপনাদের তো গাড়ি ১০/১২টা। এভাবে চললে অসুবিধা নেই। আমরা যারা কোনোমতে এক গাড়ির মালিক হয়েছি, আমাদের বাচ্চাদের কী হবে? জোড়-বেজোড়ের ফেরে তাদের স্কুল যাওয়া বন্ধ থাকবে?’

পরে তিনি মেয়রসহ সকলকে গাড়ি না চড়ার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘ধন্যবান মেয়র ভাই, আর কতো বৈষম্য সৃষ্টির বাণী দেবেন? এর চেয়ে আসেন আমরা সবাই গাড়ি চড়া বন্ধ করে দিই। গণহারে সরকারি বাস চালু করি। সবাই সেখানে চড়ব। রাজী আছেন মেয়র?’

শনিবার মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দিলে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বেজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের প্রক্রিয়া চালু করবেন। জোড় নম্বরের গাড়িগুলো জোড় তারিখে ও বেজোড় নম্বরের গাড়িগুলো বেজোড় তারিখের দিনে চালানোর নিয়ম বেঁধে দিবেন।

তিনি আরও বলেন, রাজধানীর কোন রাস্তায় কী সংখ্যক গাড়ি চলাচল করে, কোন রাস্তায় বেশি যানজট হয়, এসব গবেষণা করে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2