avertisements 2

চিঠি লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

তামিম আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে যা বলার মতো না

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০৮ এএম, ৮ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ছবি; সংগৃহীত

জামালপুরের মেলান্দহে উপজেলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৬) চিরকুট লিখে আত্মহত্যা করেছে। সেই স্কুলছাত্রী তামিম আহম্মেদ স্বপন (২৫) নামে এক যুবককে অভিযুক্ত করেছে। চিরকুটে অভিযুক্ত যুবক স্থানীয় চেয়ারম্যানের ভাতিজা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মেলান্দহ পৌরসভার শাহজাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১১ মার্চ) থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মেয়েটি চিরকুটে লিখেছে, চিরকুটে লেখা ছিল, তামিম আমাকে সারাদিন এক রুমে আটকে রেখেছে। তামিম আমাকে খুব ডিস্টার্ব করত ও আমাকে বলেছে ওর সঙ্গে দেখা করলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু ও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছে যা বলার মতো না। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় মামলা করা হয়েছে। মামলায় তামিম আহম্মেদ স্বপনকে (২৫) আসামি করা হয়েছে। তামিম উপজেলার সাধুপুর কান্দাপাড়া এলাকার মো. খোকার ছেলে। পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা, নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে ব্ল্যাকমেইল করার কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে খাওয়া শেষে স্কুলে চলে যায় মেয়েটি। বেলা সাড়ে ৩টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে দুপুরে খাবার খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। ঘুম থেকে না ওঠায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মা তাকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের বাঁশের আড়ার সঙ্গে সে ঝুলছে। মায়ের চিৎকারে লোকজন এসে তাকে মেলান্দহ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এই ঘটনায় আশামনির বাবা আবু মিয়া শুক্রবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2