avertisements 2

সুস্থভাবে দেশে ফিরতে পেরে আনন্দিত : মাস্টার নূর ই আলম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ মার্চ, বুধবার,২০২২ | আপডেট: ১১:২৯ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

মাস্টার নূর ই আলম


ইউক্রেনে আটকে পড়া জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক দেশে ফিরেছেন।

বুধবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের টিকে-৭২২ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। তবে এর আগে ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজ গোলাবর্ষণের শিকার হয়ে থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হাদিসুর রহমান মারা গেছেন। ফিরে আসা নাবিকরা নিজেদের ভাগ্যবান মনে করছেন।

জাহাজে গোলাবর্ষণে সহকর্মীর মৃত্যু দেখা বাংলার সমৃদ্ধি জাহাজের মাস্টার জি এম নূর-ই-আলম দ্রুততম সময়ে সবাইকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করায় সরকার প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

তাদের জন্য বাইরে অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের কর্মকর্তা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। আরও ছিলেন কয়েক শ’ সংবাদকর্মী।

দেশে ফিরে সাংবাদিকদের সামনে জাহাজের মাস্টার নূর-ই-আলম বলেন, দেশে সুস্থভাবে ফিরতে পেরে অনেক আনন্দিত। প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনায় সংশ্লিষ্ট সবার তৎপরতায় নিরাপদে এবং দ্রুততম সময়ে দেশে ফিরতে পেরেছি, আমাদের পরিবার অপেক্ষায় ছিলেন, সবার চেষ্টায় ফিরতে পেরেছি এত অল্প সময়ের মধ্যে।

নূর-ই-আলম বলেন, আমরা আতঙ্কিত ছিলাম। আমাদের সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। আমরা এখানে সুস্থভাবে আসতে পেরেছি, এটাই বড় কথা। তবে আমরা জার্নি করায় খুব ক্লান্ত।

জাহাজ আক্রান্ত হওয়ার পর বিএসসি, নৌ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব সময় যোগাযোগ রাখা হয়েছিল জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নূর-ই-আলম। তাদের বের করে আনার জন্য পোল্যান্ড, অস্ট্রিয়া এবং রোমানিয়ায় বাংলাদেশের দূতাবাস কর্মীরা যে পরিশ্রম করেছেন, সেজন্য ধন্যবাদ জানান।

বাংলার সমৃদ্ধির মাস্টারের ভাষায়, এটা (ফিরে আসা) ছিল অকল্পনীয়। কারণ, অনেক বড় বড় দেশ আছে যাদের নাগরিক এখনও দেশে ফিরতে পারেনি। আমাদের ছোট দেশ, কিন্তু প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা ও ডিপ্লোম্যাটদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে।

নিজেরা ফিরতে পারলেও সহকর্মী হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেইনেই রেখে আসতে হয়েছে নূর-ই-আলমদের। সে জন্য কষ্ট প্রকাশ প্রকাশ করেন নূর-ই-আলম।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2