avertisements 2

ঘোড়ার পায়ে রক্তাক্ত ক্ষত নিয়ে থানায় হাজির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ মার্চ,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৪২ পিএম, ৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

 পটুয়াখালীর বাউফল উপজেলায় আঘাতপ্রাপ্ত একটি ঘোড়া রক্তাক্ত অবস্থায় থানায় হাজির হয়েছে। এ সময় পুলিশ ঘোড়াটির চিকিৎসার ব্যবস্থা করলে কিছুটা সুস্থ হয়ে নিজ থেকেই চলে যায়।

শনিবার (৫ মার্চ) বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ মার্চ) দুপুরে জুমার নামাজের সময় বাউফল থানার ডিউটি অফিসারের কক্ষের সামনে ঘোড়াটি হাজির হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন জানান, শুক্রবার (৪ মার্চ) জুমার নামাজের শেষ দিকে ঘোড়াটি একাই থানার মূল ফটক দিয়ে প্রবেশ করে। এ সময় এক পুলিশ সদস্য ঘোড়াটি বাধা দিলেও সে থানার ভেতরে ঢুকে যায়। পরে দায়িত্বরত ডিউটি অফিসার খেয়াল করে দেখেন ঘোড়াটির পেছনের পায়ে ক্ষত ও সেই জায়গা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় ডিউটি অফিসার বিষয়টি ওসিকে জানান।

এদিকে ওসি থানায় উপস্থিত হয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে জানান। তিনি আব্দুল আজিজ নামের একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাকে থানায় পাঠিয়ে দিলে ঘোড়াটির চিকিৎসা করেন তিনি।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, শুক্রবার (৪ মার্চ) দুপুরে ক্ষত দেখে মনে হয়েছে ধারালো কোনো কিছুর আঘাত লেগেছে। এ কারণে পায়ের চামড়া উঠে ক্ষত হয়েছে। ক্ষতস্থান ড্রেসিং করে ব্যথানাশক ইনজেকশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2