হেলিকপ্টারে বিয়ে করতে এসে বউ ছাড়াই ফিরে গেলেন বর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৬ পিএম, ৪ নভেম্বর,মঙ্গলবার,২০২৫
হেলিকপ্টারে বাল্যবিয়ে করতে গিয়ে ফিরে গেলেন বর। কনের বয়স ১৮ বছরের কম হওয়ায় উপজেলা প্রশাসন বিয়ে বন্ধ করে দেয়। তাই কনে ছাড়াই ফিরে যেতে হয় বর শাহজালাল মিয়াকে (৩০)।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
হেলিকপ্টারে বিয়ে করতে আসায় সব আনুষ্ঠানিকতা পূর্বধলা জেএম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জায়গায় আয়োজন করা হয়।
বর শাহজালাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর গ্রামে। তার বাবার নাম আলেক মিয়া।
কনে সোনিয়া আক্তার নেত্রকোনার পূর্বধলা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রবাসী বাবুল তালুকদার ও মা সুমী আক্তারের (দুবাই প্রবাসী) মেয়ে।
স্থানীয়রা বলেন, শাহজালাল মিয়ার সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে পারিবারিকভাবে নির্ধারণ করা হয়। কিন্তু কনে নবম শ্রেণির ছাত্রী হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে উপস্থিত হন প্রশাসনের লোকজন। পরে বর ও কনের কাগজপত্র যাচাই করে কনে প্রাপ্তবয়স্ক না হওয়ায় বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।





