অবশেষে আরেক ভাই রক্তিমও চলে গেলেন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪২ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫
রক্তিম শীল
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রক্তিম শীলও মারা গেছেন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোরে একই পিকআপ চাপায় নিহত হন তার পাঁচভাই। এ কয়েক দিন হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনিও চলে গেলেন। ফলে এই ঘটনায় এখন পর্যন্ত আপন ৬ ভাইয়ের মৃত্যু হলো।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান রক্তিম সুশীল। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজুল কাদের সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাদের বাবা সুরেশের মৃত্যু হয় পাঁচ ছেলের মৃত্যুর ১০ দিন আগে। বাবার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফেরার পথে ৯ ভাইবোনের মধ্যে পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন, অনুপম শীল (৪৭), নিরূপম শীল (৪৫), দীপক শীল (৪০), চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন দুইভাই এবং আরেক বোন হীরা আহত হন। এর মধ্যে রক্তিমের অবস্থা ছিল আশঙ্কাজনক।
গত ৮ ফেব্রুয়ারি কক্সবাজারের মালুমঘাট এলাকায় সবজি বোঝাই একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একই পরিবারের আটজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ ভাইয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর দুই ভাই রক্তিম ও প্লাবন ও তাদের এক বোন। আশঙ্কাজনক অবস্থায় রক্তিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার সকালে মারা যান তিনি।