ফেসবুকে প্রেমের পরিনিতি, প্রথম দেখাতেই প্রেমিকার সর্বনাশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৩৮ পিএম, ২২ জানুয়ারী,
বুধবার,২০২৫
প্রতীকী ছবি
বরিশালে দেখা করতে এসে কিশোরীকে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে বন্দর থানার (সাহেবেরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা (সাহেবেরহাট) পুলিশের একটি দল ফরিদপুরে ভাঙ্গার মালিবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়।
এদিকে শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে রাতে ফোন করে কিশোরীর বাবার কাছে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক কিশোর। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বন্দর থানায় (সাহেবেরহাট) লিখিত অভিযোগ দেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। এদের মধ্যে আসিফ নামের এক কিশোর ওই কিশোরীর সম্পর্ক গড়ে তোলে। পরে গত শনিবার কিশোরীর সঙ্গে দেখা করতে সে বরিশালে আসে। সঙ্গে তার বন্ধু ছিল। পরে ফোন দিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় আসতে বলে কিশোরীকে। কিশোরী এলে তাকে অপহরণ করা হয়।
তিনি বলেন, উদ্ধার হওয়া ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। এ কারণে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পাশাপাশি আটক দুই কিশোরের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।