avertisements 2

রোগীকে রক্ত দিয়ে ভাইরাল হলেন চিকিৎসক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ এএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫

Text

সকাল থেকে জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন তিনি। হঠাৎ চিকিৎসা নিতে আসা রোগীর রক্তের প্রয়োজন হয়। চিকিৎসকের পরামর্শে রক্ত দেওয়ার জন্য লোকও ঠিক করা হয়। কিন্তু সেই লোক না আসাতে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। পরে রোগীকে বাঁচাতে জরুরি বিভাগে নিজের চেয়ারে বসে দায়িত্ব পালন করা অবস্থায় রোগীকে রক্ত দান করেন এক চিকিৎসক।

নোয়াখালী হাতিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

এই সময় পাশে বসে থাকা কয়েকজন কয়েকটি ছবি তোলে সামাজিক মাধ্যমে দিয়ে দেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকে সেই চিকিৎসককে কৃতজ্ঞতা জানিয়ে পোস্টও দেন।

রক্ত দিয়ে ভাইরাল হওয়া সেই চিকিৎসক হলেন হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার বিমান চন্দ্র আচার্য। মিতা সাহা (৪৫)  নামে এক নারীকে রক্ত দেন তিনি। মিতা সাহা হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্যবসায়ী নান্টু সাহার স্ত্রী।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসকদের চেয়ারে বসা তিনি। হাতে রক্ত নেওয়ার জন্য স্যালাইনের সুই লাগানো। পাশে একটি টেবিলে রাখা ব্যাগে রক্ত এসে জমা হচ্ছে। সামনের টেবিলে জরুরি বিভাগের রেজিস্ট্রার বই ও প্রেশার মাপার যন্ত্র পড়ে আছে। 

বিমান চন্দ্র আচার্য যুগান্তরকে বলেন, জরুরি বিভাগে দায়িত্ব পালন করা অবস্থায় হাসপাতালে আসে ওই রোগী। দীর্ঘদিন ধরে লিভারের সমস্যা ও রক্তশূন্য রোগে ভুগছিলেন তিনি। কাগজপত্র ও  শরীরের বিভিন্ন অংশ দেখে দ্রুত তাকে রক্ত দিতে বলা হয়। কিন্তু দীর্ঘ তিন ঘণ্টা অপেক্ষা করার পরও রোগীর জন্য রক্তের ব্যবস্থা করতে পারেনি স্বজনরা।

ইতিমধ্যে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। রক্তের গ্রুপ দেখে নিজের রক্তের গ্রুপের সঙ্গে মিলে যাওয়ায় পরে মানবিকতা চিন্তা করে নিজেই রোগীকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বিমান চন্দ্র আচার্য।

এর আগে আরও ১৪ বার বিভিন্ন সময় মুমূর্ষু রোগীদের রক্ত দান করেছেন বলেও জানান এই চিকিৎসক।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2