avertisements 2

নির্বাচিত হতে না হতেই সরকারি জমি দখল!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৩৯ এএম, ১৭ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

নেত্রকোনার খালিয়াজুরীর হাওরে ২০ একর সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে ওই উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। পাঁচহাট গ্রামের মো. ইছমাইল মিয়ার ছেলে মো. ইদ্রিছ মিয়া এলাকাবাসীর পক্ষে সরকারের বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন। স্বাধীন চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে চেয়ারম্যান হন।

পাঁচহাট গ্রামের মো. ইদ্রিছ মিয়াসহ আরো অনেকেই বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতে চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন আওয়ামী লীগ নেতা আলী জাহান চৌধুরী ও ইউপি সদস্য হারুনসহ অন্য লোকদের সঙ্গে নিয়ে পাঁচহাট মৌজায় বাজারের পাশে ১ নম্বর খতিয়ানের বিআরএস ২১৭০ দাগের প্রায় ২০ একর সরকারি চট্টন (পতিত জমি) অবৈধভাবে দখলে নিয়ে মাটি ভরাট করেছেন।

এই চট্টন এত দিন কারো দখলে ছিল না। এ ব্যাপারে ভূমি মন্ত্রণালয়ের সচিব, নেত্রকোনার জেলা প্রশাসক, খালিয়াজুরীর ইউএনও ও সহকারী কমিশনারকে (ভূমি) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ইদ্রিছ মিয়া রবিবার রাতে আরো বলেন, 'গত ৬ ফেব্রুয়ারি সবার কাছে অভিযোগ দিয়েছি। কেউ কোনো খোঁজখবর নেয়নি। এর মধ্যে দখলদাররা জায়গাটিতে মাটি ভরাট করে ঘরও বেঁধে ফেলেছে। '

হাওর অধ্যুষিত উপজেলা খালিয়াজুরীতে জনবসতি খুবই কম। যেদিকে চোখ যায়, শুধু হাওর আর হাওর। এসব হাওরের রয়েছে বিশালাকায় চট্টন (পতিত জমি)। সকল চট্টনের মালিকই সরকার। এর পরিমাণ কী হতে পারে কারো জানা নেই। সরকারি সূত্র মতে, হাওরে বিভিন্ন শ্রেণির খাসজমির পরিমাণ আট হাজার একরেরও বেশি। স্থানীয় অনেকের অভিযোগ, কোনো দপ্তর এই সরকারি জমির খোঁজখবর রাখে না। প্রভাবশালীদের কেউ কেউ নিজেদের ইচ্ছেমতো ভোগদখল করছে এই জমির বিশাল অংশ। তারা দরিদ্র ও ভূমিহীন লোকদের প্রলুব্ধ করে জমি দখল করে। তারপর সরকারি দপ্তরের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীকে ম্যানেজ করে নিজেদের নামে কাগজপত্র করিয়ে নেয়। এভাবেই চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনসহ অন্যরা পাঁচহাট মৌজায় ২০ একর খাসজমি কবজা করেছেন বলে অভিযোগ।

গাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান বলেন, চেয়ারম্যান স্বাধীন ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আলী জাহান চৌধুরী এবং স্থানীয় কিছু লোক পাঁচহাট মৌজায় সরকারি জমি দখল করে মাটি ভরাট করছেন। এ ব্যাপারে প্রশাসনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

গাজীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রউফ স্বাধীন অভিযোগ অস্বীকার করে বলেন, 'স্থানীয় কিছু লোক আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করছে। আমি সরকারি খাসজমি দখল করিনি। এলাকার ভূমিহীনরা ওই জায়গায় বাড়িঘর করার জন্য মাটি ভরাট করছে। '

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, 'পাঁচহাট মৌজায় অনেক খাসজমি আছে। মৌজার একটি অংশে কিছু লোক মাটি ভরাট করেছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কাজ বন্ধ ও সমস্ত জায়গা সরকারি দখলে আছে। ' কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পর ওই জায়গায় ঘর ওঠানো হয়েছে। এমন অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ইউএনও বলেন, ঘর ওঠানো হয়ে থাকলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান বলেন, 'অভিযোগের কপি আমার হাতে আসেনি। পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। '

বিষয়:

আরও পড়ুন

avertisements 2