avertisements 2

হাইকোর্ট থেকে এনাম হককে রেপটাইল ফার্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৫ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ১০:৫৬ পিএম, ৩ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

পি কে হালদারের ঋণের বোঝায় জর্জরিত হয়ে প্রায় বন্ধ হওয়া ময়মনসিংহের ভালুকার রেপটাইল ফার্ম লিমিটেড রক্ষা করতে বাংলাদেশের হাইকোর্ট থেকে একটি পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে। এই পর্ষদে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট কুমির বিশেষজ্ঞ এনাম হককে। তিনি কুমির বিশেষজ্ঞ হিসাবে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে পরামর্শক হিসাবে দীর্ঘ কয়েক দশক অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। এক সময় তিনি অস্ট্রেলিয়ায় বাণিজ্যিকভাবে কুমির উৎপাদনে জড়িত ছিলেন।

দেড় যুগের ব্যবধানে বিশ্ব বাজারে জায়গা করেছে বাংলাদেশের কুমিরের চামড়া। নাম কুড়ায় ময়মনসিংহের ভালুকার রেপটাইলস ফার্ম। কারাগারে মারা যাওয়া লেখক মুশতাকের সেই কুমিরের খামার এখন পি কে হালদারের ঋণের বোঝায় জর্জরিত। শুধু রপ্তানি বন্ধই না, ঋণের জাঁতাকলে পিষ্ট খামার আজ হুমকির মুখে। যোগ্য কর্ণধর না পেলে বন্ধ হয়ে যেতে পারে সম্ভাবনাময় এই খামার।

বিনিয়োগকারীদের আশা এনাম হকের হাত ধরে সম্ভাবনাময় এই খামারটি আবার ঘুরে দাঁড়াবে।

বিষয়: এনাম হক
avertisements 2