পূর্বধলায় একটি কেন্দ্রেও জয় পাননি নৌকার প্রার্থী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০১ এএম, ১ জানুয়ারী,
বুধবার,২০২৫
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো: ছাদেক মিয়া একটি কেন্দ্রেও জয় পাননি। ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে সোমবার (৩১ জানুয়ারি) এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের ৭টিতে সাদেক মিয়া ভোট পেয়েছেন ১০ থেকে ৬০টি।
কেন্দ্রওয়ারি বিশ্লেষণে দেখা যায় লাউয়ারী এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে ১০ ভোট, দেবকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪ ভোট, দত্ত কুনিয়া স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৩৭ ভোট, শালথী স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৪২ ভোট, নাগাইন স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৫০ ভোট, বাশাটি স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৫৭ ভোট, মারগান্ডা স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ৬০ ভোট, ধলা স: প্রা: বিদ্যালয় কেন্দ্রে ১৯৯ ভোট এবং কুরিকুনিয়া স: প্রা: বিদ্যালয় কেন্দ্র পেয়েছেন ২৮৫ ভোট। মোট ৯টি কেন্দ্রে তিনি সর্বমোট ভোট পেয়েছেন ৭৫৪টি। এতে জামানত হারিয়েছে মো: ছাদেক মিয়া।
ধলামূলগাঁও ইউনিয়নে সর্বমোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৭২। মোট বৈধ প্রাপ্ত ভোট সংখা ১৬ হাজার ৩৮টি। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: রেজুয়ানুর রহমান (অটোরিকশা প্রতীকে) ৪ হাজার ১৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আব্দুর রহমান (চশমা প্রতীকে) ১ হাজার ৯৬৯ ভোট পেয়েও জামানত হারিয়েছেন।
এ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকাসহ ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে জামানত হারিয়েছেন জয়ী প্রার্থী ছাড়া সবাই। নৌকার প্রার্থী মো: ছাদেক মিয়া বলেন, ‘দলীয় নেতা-কর্মীরা আমার পক্ষে কাজ করেনি। তাই এই বিপর্যয় ঘটেছে।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু প্রার্থীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যোগ্য প্রার্থী মনোনীত না হওয়ায় ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।’