পুকুরে ফেলে দুই এসআই নিহতের ঘটনায় গাড়ি চালক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:৪৩ পিএম, ২২ এপ্রিল,মঙ্গলবার,২০২৫

ছবি: সংগৃহীত
গত সপ্তাহে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপ ভ্যান পুকুরে ফেলে দুই এসআই নিহতের ঘটনায় পালাতক আসামি আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবাসহ আটক ওই চালক গাড়িটি কৌশলে পানিতে ফেলে দেওয়ায় ভিতরে থাকা দুই এসআই ঘটনাস্থলে নিহত হন। পরে আসামি সেখান থেকে পালিয়ে নিজ এলাকা চট্টগ্রামে চলে যান। বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাকে। তিনি চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ বাঁশখালিয়া পাড়ার তৈয়ব মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আলমগীরকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, গত সোমবার ১৭ জানুয়ারি সন্ধ্যায় সোনারগাঁ উপজেলার দত্তপাড়া এলাকায় পিকআপ ভ্যান পুকুরে পড়ে সোনারগাঁও থানার দুই এসআই নিহত হন। আহত হন আরও এক এএসআই।
নিহতরা হলেন, গোপালগঞ্জের ভাটপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শরীফুল ইসলাম ও ফরিদপুরের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহমেদ। দুই জনই সোনারগাঁ থানায় এসআই পদে কর্মরত ছিলেন।