avertisements 2

একদিনে কবরস্থান থেকে ১৬ কঙ্কাল চুরি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ১৭ মে,মঙ্গলবার,২০২২

Text

 সিরাজগঞ্জের সলঙ্গায় একটি কবরস্থান থেকে চুরি হয়েছে ১৬টি কঙ্কাল। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে, তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে। এদিকে এ ঘটনার পর থেকে কবরস্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

প্রায় একশ বছর আগে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুরি ও রুয়াপাড়ায় স্থাপিত হয় সম্মিলিত কবরস্থান। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের পাশেই অবস্থিত কবরস্থানটিতে রয়েছে নতুন-পুরনো হাজারো কবর।

সম্প্রতি এই কবরস্থানের পুরনো কবর খুঁড়ে চুরি করা হয়েছে ১৬টি কঙ্কাল। গত সোমবার সন্ধ্যায় এক নারীর মৃতদেহ দাফন শেষে পুরনো কবর দেখতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন স্বজনরা। পাশাপাশি ১৬টি কবর খুঁড়ে চুরি করা হয়েছে কঙ্কাল।

এখান থেকে কঙ্কাল চুরির ঘটনা নতুন না। দুই বছর আগেও চুরি হয়েছিল পাঁচটি কঙ্কাল। বারবার এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এ ছাড়াও কঙ্কাল চুরির পর থেকে আবারও কবরস্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এমন ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার আবদুল কাদের জিলানী জানান, তদন্ত করে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2