avertisements 2

সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বাবাকে হত্যা, ছেলে ও পুত্রবধূ আটক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ জানুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ পিএম, ১৬ এপ্রিল, বুধবার,২০২৫

Text

 

রাজশাহীতে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে গলাকেটে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে আটক করেছে পুলিশ। মহানগরীর দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোরে নিহত সাজ্জাদ হোসেনের মরদেহ বাথরুমের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়। এর আগে আটক করা হয় অভিযুক্ত ছেলে স্বপন ও তার স্ত্রী সুমি খাতুনকে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাতে সাজ্জাদ হোসেন নিখোঁজ হন। এরপর তার ভাই সাজদার রহমান থানায় একটি জিডি করেন। 


এই জিডির সূত্র ধরে পুলিশ তার ছেলে স্বপন ও তার স্ত্রী সুমিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বপন তার বাবাকে মাথায় পলিথিন পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর গলাকেটে হত্যার কথা স্বীকার করেন। 

পুলিশ আরও জানায়, হত্যার পর স্বপন ও সুমি মিলে সাজ্জাদের মরদেহ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে দেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2