avertisements 2

 তালা দিয়ে বাইরে যান যখন তখন

 ভূমি কর্মকর্তা অফিস কক্ষকেই বানিয়েছেন বাসা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:২৫ পিএম, ১ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা শামছুল হক নিজ কর্মস্থলের কক্ষকেই বাসা বানিয়েছেন। এখানেই তাঁর বসবাস। আবার যখন তখন তিনি অফিসের ফটকে তালা ঝুলিয়ে বেড়াতে যান। আজ মঙ্গলবার সকালে এ অফিসে সরজমিনে গিয়ে এমন ঘটনার প্রমাণ মেলে। সকালে অফিসের বাইরে নাশতা খেয়ে ৯টা ২৫ মিনিটে এই কর্মকর্তা অফিসে বসেন। যদিও নিয়মানুযায়ী সকাল ৯টা থেকে এ অফিস খোলা হওয়ার কথা। 

জানা গেছে, ভূমি কর্মকর্তা শামসুল হক এর আগে ময়মনসিংহ পৌর ভূমি অফিসে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন ভূমিসংক্রান্ত বিরোধে মিথ্যা তদন্ত প্রতিবেদন দেওয়া, ঘুষ গ্রহণ, ভূমি জালিয়াতিচক্রের সাথে যোগাযোগ ইত্যাদি অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এরপর গত সেপ্টেম্বর মাসে তাঁকে হালুয়াঘাটে বদলি করা হয়। সেখানে গিয়ে তিনি অফিসকে বাসা বানিয়ে দিব্যি বহাল তবিয়তে আছেন। 
   
সহকারী ভূমি কর্মকর্তা শামছুল হকের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি অফিসের পাশে একটি কক্ষে থাকি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তারা জানেন বলে তিনি দাবি করেন। অফিস কেন সাড়ে ৯টায় খোলা হলো- এ প্রশ্নে তিনি বলেন, পিয়ন দেরিতে আসে। ময়মনসিংহ পৌর অফিসে থাকাকালীন তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ-দুর্নীতির অভিযোগ সর্ম্পকে জানতে চাইলে তাঁর ভাষ্য, তিনি অনেক কাজ করেন। তাই ভুল হতে পারে। 

এদিকে, অফিসে বসবাসের বিষয়ে জানতে চাইলে হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো. তৌহিদুর রহমান বলেন, আমি বিষয়টি জানতাম না। আপনার কাছ থেকে শুনলাম। সরকারি কর্মকর্তার অফিসে থাকার কোনো নিয়ম নেই। ঘটনাটি জেনে পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি বিষয়টি সর্ম্পকে খবর নেবেন। সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2