‘ভোটটা দিয়াই মরি’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০১:০৪ এএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

রোববার সকাল ৮টা থেকে চলছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। বন্দরের সরকারি কদম রসুল কলেজ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। অশীতিপর রানী বালা এসেছেন ভোট দিতে। হাঁটতে পারেন না ঠিকমতো। লাইনে না দাঁড়িয়ে তাকে ভোট দেয়ার ব্যবস্থা করেন দায়িত্বরত কর্মকর্তারা। তার ছেলের বউ বলেন, আম্মায় অসুস্থ। কইলাম ভোট দেয়া লাগবো না, কিন্তু মায়ে শুনে না তাই ভোট দিতে নিয়া আইলাম। আম্মায় ভোট দিবই।
ভোট দেয়া শেষে ধীরে ধীরে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন রানী। তিনি বলেন, আর বাচুম কয়দিন ভোটটা দিয়াই মরি। আমি হাঁটতে পারি না বাজান তাও আইছি। ভোট দেওন আমার দায়িত্ব। ভোটটা দিয়া ভালোই লাগতাছে। ইভিএমে ভোট দিতে কোন সমস্যা হয়েছে কিনা এর উত্তরে তিনি বলেন, প্রথমেতো বুজবারি পারি নাই। পরে হেরা বুজায় দিলো তহন দিছি।